আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রাপ্ত পদক হারাচ্ছেন পলাতক পুলিশ কর্মকর্তারা। সরকার আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে পলাতক ও সাময়িক বরখাস্ত ৪০ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এদের মধ্যে রয়েছেন ডিআইজি, পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শক পর্যায়ের কর্মকর্তারা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইতোমধ্যে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এরূপ ৪০ (চল্লিশ) জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।
পদক প্রত্যাহারকৃত পুলিশ সদস্যদের অনুকূলে পদকসংক্রান্ত আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো। এ ছাড়া ইতিপূর্বে পদকসংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বরখাস্ত ৪০ কর্মকর্তার নামের তালিকা
বরখাস্ত ৪০ কর্মকর্তার নামের তালিকা